এ চিকিৎসা প্রাচীনতম চিকিৎসার মধ্যে একটি ও অন্যতম।
৫০০০ বছরের পুরনো চিকিৎসা বেশ কিছু ঐতিহাসিকবিদের মতে, ৪০০০ বছরেরও বেশি
তবে সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয়,
আমাদের প্রান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ মেরাজ রাত্রিতে আসমানের
ফেরেস্তাসহ জীবরাঈল আঃ এ চিকিৎসা গ্রহনে আমাদের নবী সাঃ কে উদ্ভুদ্ধ করেন ও
উম্মতকে শিক্ষা দিতে বলেন,
মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ) আমাকে জানিয়েছেন যে মানুষ
চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’
(মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)
মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি
মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে,
‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
এটা আমরা সকলেই জানি আমাদের নবীর জীবন ও সুন্নাহ নিয়ে যতটুকু না আমরা গবেষণা করেছি তার চেয়ে বেশী করেছে বিধর্মীরা,অমুসলিম গবেষক রা,
পরবর্তী কালে ওনার এ সুন্নাহ চীন ও জাপানি রা গভীর গবেষণা করে, আকুপাংচার আর ইউরোপীয় রা কাপিং নাম দেয়।
আর আমরা মুসলমানদের মাঝে এ সুন্নাহ নেই,
গুটি কয়েক আলেম বয়ানে ও তালিমে এ কথা বলে কিন্তু এমন গুরত্বপূর্ণ সুন্নাহ,
নবীর উম্মতের মাঝে নেই,এটা এমন এক চিকিৎসা যা সকল বয়সের যে কেউ করতে
পারে,কোন সাইড ইফেক্ট নেই।আশা করি আপনিও করবেন এই পোস্ট অন্য কে শেয়ার
করবেন।
হিজামা (Cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা ২। রক্তদূষণ ৩। উচ্চরক্তচাপ ৪।
ঘুমের ব্যাঘাত (insomnia) ৫। স্মৃতিভ্রষ্টতা ৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে
বাত ৭। পিঠের ব্যাথা ৮। হাঁটু ব্যাথা ৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা ১২। পায়ে ব্যাথা ১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain), মাসল পুল ১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা ১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন ১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা ১৭। সাইনুসাইটিস ১৮। হাঁপানি (asthma) ১৯। হৃদরোগ (Cardiac Disease) ২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রংকাইটিস ২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন ২৩। গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, এসিডিটি, esophageal varices ২৪। মুটিয়ে যাওয়া (obesity) ২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseases) ২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন ২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ, ২৮। ডায়াবেটিস (Diabetes) ও ডায়াবেটিক ফুট, ২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,
৩০। চুল পড়া (Hair fall), ৩১। মানসিক সমস্যা (Psychological disorder), ৩২। পারকিনসন্স ডিজিজ ৩৩। কিডনির সমস্যা ৩৪। স্পোর্টস ইঞ্জুরি (খেলোয়াড়, আর্মি, কনট্যাক্ট স্পোর্টস) ৩৫। কানের সমস্যা ৩৬। ক্যান্সারের ব্যাথা নিয়ন্ত্রন, ৩৭। লিভার ডিজিজ, পোর্টাল হাইপারটেনশান, ৩৮। হরমোনাল সমস্যা, ৩৯। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার, ৪০। ক্রনিক কফ
৪১। Erectile Dysfunction (ED) ৪২। ব্রন, ৪৩। সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস (SLE), ৪৪। অনিয়মিত মাসিক, মেয়েদের অন্যান্য সমস্যা, ৪৫। এডিকশান/ ডিপেন্ডেন্সি (স্লিপিং পিল, ড্রাগস, কফ সিরাপ, জর্দা, সিগারেট, এলকোহল ও অন্যান্য নেশাদ্রব্য) ৪৬। TMJ Dysfunction Syndrome ৪৭। প্যারালাইসিস (স্ট্রোক, মেরুদন্ডে আঘাত, গিয়েন বারে সিন্ড্রোম, ফেসিয়াল প্যারালাইসিস বা বেল'স পলসি প্রভৃতি) ৪৮। অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়) ৪৯। Post menopsusal hot flush ৫০। Vaginismus ৫১। vertigo (মাথা ঘোরা)
0 Reviews:
Post Your Review