কাপিং থেরাপি কিভাবে কাজ করে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমরা দিতে চাই তবে দেখা যাচ্ছে আপাতত গবেষণালব্ধ ছয়টি থিওরি আমাদের সামনে আছে যার মাধ্যমে আমরা মোটামুটি ব্যাখ্যা করতে পারি যে কিভাবে কাপিং থেরাপি ব্যথা কমায় বা রোগ নির্মূলে ভূমিকা পালন করে। তবে নিঃসন্দেহে আরো প্রচুর গবেষণার প্রয়োজন। এবং এ গবেষণার দায়ভার মুসলমানদের উপর বর্তায়। কাপিং থেরাপি এর ব্যাপারে বৈজ্ঞানিকরা আপাতত যে ছয়টি থিওরি পেয়েছেন তা হচ্ছে (১) পেইন গেইট থিওরি (২) ডিফিউজ নোক্সিয়াস ইনহিবিটরী কন্ট্রোল (৩) রিফ্লেক্স জোন থিওরি (৪) অ্যাক্টিভেশন অফ ইমিউন সিস্টেম থিওরি (৫) নাইট্রিক অক্সাইড থিওরি (৬) ব্লাড ডিটক্সিফিকেশন থিওরি
Opp: Southcity Mall.
0 Reviews:
Post Your Review