কে না চায় একটি সুস্থ জীবন? Hijama Cupping Detox Therapy Clinic. - hijama Cupping therapy center in kolkata.

hijama Cupping therapy center in kolkata.

Hijama Cupping Therapy: Hijama Therapy Center. Hijama Detox Clinic.Hijama Cupping House Kolkata.Cupping Hijama Wellness Clinic.Cupping massage therapy.8584888871

SUBTOTAL :

Follow Us

Hiama Cupping Therapy Center kolkata
কে না চায় একটি সুস্থ জীবন? Hijama Cupping Detox Therapy Clinic.

কে না চায় একটি সুস্থ জীবন? Hijama Cupping Detox Therapy Clinic.

Hiama Cupping Therapy Center kolkata
Short Description:

Product Description

 

কে না চায় একটি সুস্থ জীবন? 

কে না চায় একটি সুস্থ জীবন?

কাড়ি কাড়ি টাকার পাহাড়ে বানানো অট্টালিকায় থাকা মানুষটি বয়ে চলেছে হাজার রং এর হরেক ঔষধ,নানা প্রেসক্রিপশনে তার একান্ত সহকারীর ব্যাগ ভারী।
শান্তি নেই!!!!
এ শুধু ধনী মানুষ এর কথা নয়, মধ্যবিত্ত, কুলি মুজুর সকলে ভুকছে নানা রোগে।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারনে অনেকে বুক চাপড়ে মরছে।
শান্তি নেই!!!!

ইসলাম অর্থ "শান্তি"
ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম,
হোক তা সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, এমনকি ব্যক্তিগত সব ক্ষেত্রে ইসলাম মানুষ কে সমান ভাবে শান্তি পৌঁছায়।আধুনিক যুগে আরাম-আয়েশ ও রোগমুক্তির উপায়-উপকরণের প্রাচুর্য সত্ত্বেও আমরা রোগব্যাধিকে হার মানাতে পারছি না। নতুন রোগ আসছে আর বেড়ে চলেছে অস্থিরতা।
একজন মুসলমান হিসেবে আমরা যদি পূর্ণাঙ্গ জীবন বিধান আল-কুরআন এর দিকে তাকাই তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামীন কোরআনে বলেছেন, “আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি, যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত।” (সুরা বনী ইসরাঈল, আয়াত ৮২)

তার মধ্যে একটি হল হিজামা।

হিজামা কি ?
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।

হিজামার পদ্ধতিঃ-
শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের সাহায্যে রক্ত চুষে নেওয়া। উল্লেখ্য, হিজামায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা উত্তম এবং প্রত্যেকের চিকিৎসায় ভিন্ন ভিন্ন সরঞ্জাম ব্যবহার করা উচিত যাতে, রক্তজীবাণুর মাধ্যমে রোগ সংক্রমিত হতে না পারে।

হিজামার ব্যাপারে বর্ণিত কতিপয় হাদীস ।
---------------------------------------------------------

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

হিজামা (Cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
--------------------------------------------------------------
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ব্যাক পেইন
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain)
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনুসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিলাইটিস
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ডায়াবেটিস (Diabetes)
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান

Whatsapp: 8584888871.

www.cuppingtherapykolkata.com

0 Reviews:

Post Your Review