কাপিং বা হিজামা একটি Hijama Cupping Highly recommended sunnah সুন্নাহ। - hijama Cupping therapy center in kolkata.

hijama Cupping therapy center in kolkata.

Hijama Cupping Therapy: Hijama Therapy Center. Hijama Detox Clinic.Hijama Cupping House Kolkata.Cupping Hijama Wellness Clinic.Cupping massage therapy.8584888871

SUBTOTAL :

Follow Us

Hiama Cupping Therapy Center kolkata
কাপিং বা হিজামা একটি Hijama Cupping Highly recommended  sunnah সুন্নাহ।

কাপিং বা হিজামা একটি Hijama Cupping Highly recommended sunnah সুন্নাহ।

Hiama Cupping Therapy Center kolkata
Short Description:

Product Description

 

 কাপিং বা হিজামা একটি Highly recommended সুন্নাহ। 

কাপিং বা হিজামা একটি Highly recommended সুন্নাহ।

আমরা অনেকেই জানি, যেকোন রোগে হিজামা করানোটা একটা সুন্নাহ। আরো জানি, রাসূল সা: বলেছেন হিজামা সব ধরনের চিকিৎসা সমূহের মাঝে সেরা!

সব রোগের জন্যেই হিজামা করানো যায়।পার্থক্য এই যে, রোগ অনুযায়ী কাপিং সাইট ভিন্ন হয়। হিজামার রেসপন্স দ্রুত পাওয়া যায় যেকোন ধরনের ব্যথায়।তাই ব্যথা কমানোর চিকিৎসা হিসেবেই এর ব্যাপক জনপ্রিয়তা বিশ্বব্যাপী ।

হিজামা কি ?
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।

হিজামার পদ্ধতিঃ-

শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের সাহায্যে রক্ত চুষে নেওয়া। উল্লেখ্য, হিজামায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা উত্তম এবং প্রত্যেকের চিকিৎসায় ভিন্ন ভিন্ন সরঞ্জাম ব্যবহার করা উচিত যাতে, রক্তজীবাণুর মাধ্যমে রোগ সংক্রমিত হতে না পারে।

প্রচলিত চিকিৎসা বিজ্ঞান কি হিজামাকে সমর্থন করে?

প্রচলিত চিকিৎসা ব্যবস্থা কিংবা প্রচলিত চিকিৎসা বিজ্ঞান এটাকে বাতিল, অকার্যকর বা ক্ষতিকর বলে না, বরং সমর্থন করে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সহযোগী হিসেবে এই চিকিৎসা গ্রহণ করা যায়। তাছাড়া হিজামাকে একক চিকিৎসা হিসেবেও গ্রহণ করা যায়।

হিজামার মাধ্যমে কি কি রোগের চিকিৎসা করা যায়?
হিজামার মাধ্যমে মোটামোটি সব রোগেরই চিকিৎসা করা সম্ভব। এমনকি যেসব কন্ডিশনে সার্জারী করতে হবে, সেসকল অবস্থাতেও হিজামার মাধ্যমে উপকার পাওয়া সম্ভব।

এক কথায় হিজামার সায়েন্টিফিক সংজ্ঞা হল - 'Hijamah is a skin based excretory procedure'।

এখন প্রশ্নটা হল - সেটা কীভাবে?

আমরা সবাই জানি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো বের করে দেয়ার দ্বায়িত্বে যারা যারা নিয়োজিত তাদের মধ্যে কিডনীর কাজটাই প্রধান এবং সবচেয়ে বেশি।
ছাঁকনি যেমন ছেঁকে ছেঁকে ভালো যা লাগবে তা রেখে দেয় এবং যা লাগবে না তা বের করে দেয়, কিডনি ঠিক সেই কাজটাই করে থাকে।আমরা সেটা জানি ।
কিডনির মত আমাদের স্কিনও excretion(নিষ্কাশন) এর কাজটা করতে পারবে - যদি হিজামার মাধ্যমে স্কিন এর প্রাকৃতিক গঠনটাকে কিডনীর মত ছাঁকন বৈশিষ্ট্য সম্পন্ন যায় তাহলে!

রিসার্চ এ উঠে এসছে যে, হিজামার মাধ্যমে কিডনির ছাঁকন কাজটার চেয়েও স্কিনের ছাঁকন কাজ অনেক বেশি শক্তিশালী করা সম্ভব!

আমাদের স্কিনের নিচে যে বিস্তৃত রক্ত নালীর নেটওয়ার্ক(Dermal Capillaries) রয়েছে তা রীতিমত কল্পনাতীত। এই রক্তনালীগুলো আবার ছাঁকনির মত ছিদ্রিত। ঠিক কিডনির ছাঁকনির মত। কিন্তু, কিডনির ছাঁকনি যে কাজগুলো করতে পারে না, সেটাই এই ছাঁকনিগুলো দিয়ে করিয়ে নেয়া সম্ভব! হিজামার মাধ্যমে!!

কিডনির ছাঁকন যন্ত্র যাকে Glomerulous বলে, তা সাধারণত শুধু এমন সব জিনিস বের করে যা পানিতে দ্রবীভূত হতে পারে। আবার সেই জিনিসগুলোই বের করে যার সাইজ এই ছাঁকনির সাইজের চেয়ে ছোট। কিন্তু দেখা যাচ্ছে এমন অনেক জিনিস থাকছে যা বের করা দরকার কিন্তু, সাইজে বড় এবং এদের গঠনগত কিছু কারণে এসব ছাঁকনি দিয়ে বের হতে পারছে না। অথচ বের করা দরকার। (উদাহরণ হিসেবে বলা যায় কোলেস্টেরল এর কথা। সাইজেও বড়। আবার পানিতেও দ্রবণীয় নয়।

অবশেষে বলা যায়, হিজামার মাধ্যমে স্কিন কে দিয়ে কিডনির মত excretion এর কাজ করিয়ে নেয়া সম্ভব।

চিকিৎসার ক্ষেত্রে একটু বলি শুনুনঃ-

রাসুল সা: বলেছেন, হিজামা স্মৃতি বাড়ায়, চোখের দৃষ্টি উন্নত করে! কিন্তু কীভাবে?ভেবেছেন কখনো? ঠিক ধরেছেন, নাইট্রিক অক্সাইড দিয়ে (নিশ্চয় আল্লাহ ভাল জানেন)!

নাইট্রিক অক্সাইড একটি পাওয়ারফুল কেমিক্যাল মেসেঞ্জার।এটা একটা Neurotransmitter! যা নিউরোনাল কানেকশন তৈরিতে ভূমিকা রাখে! তাই স্মৃতিশক্তির উন্নতিতে এর বিশেষ ভূমিকা রয়েছে।

চোখের দৃষ্টির প্রখরতার উপরে নাইট্রিক অক্সাইডের ভূমিকা নিয়েও ভুরিভুরি রিসার্চ করা আছে!

রাসূল সা: উচ্চ রক্তচাপে হিজামা করতে বলেছেন। বিশেষ করে চন্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে! হিজামা প্রেশার কমায়? কীভাবে?

প্রেশারের জন্যে যারা ওষুধ খান তারা নাইট্রোগ্লাইসেরিন (GTN), সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর নাম শুনে থাকবেন। কি এগুলো? সিম্পলি নাইট্রিক অক্সাইড ডোনার! যা ব্লাড ভেসেল সম্প্রসারিত করে প্রেশার কমাচ্ছে!

হিজামাতে সেই একই নাইট্রিক অক্সাইড বুস্ট হচ্ছে ন্যাচারালি!

আবার ধরুন, নিয়মিত হিজামা করাতে থাকলে দেখা যাচ্ছে Erectile dysfunction অনেক improve করছে। সেটা কীভাবে?

যৌন দূর্বলতার চিকিৎসা হিসেবে অথবা যৌন উত্তেজক হিসেবে অপব্যবহৃত ওষুধ হিসেবে দু'ভাবেই আমরা 'ভায়াগ্রা'র নাম শুনেছি। এটা কি?এটাও একটা নাইট্রিক অক্সাইড ডোনার। যা রক্ত সঞ্চালন বাড়িয়ে পেশীর strenghening করছে! সিম্পটম রিলিভ করছে।

হিজামাও সেই একইভাবে নাইট্রিক অক্সাইড বুস্ট করে erectile dysfunction ঠিক করছে!

বন্ধ্যাত্ব নিয়ে যাদের সমস্যা হিজামা করছেন তারাও। জেনে খুশি হবেন যে follicular maturation থেকে LH surge এর প্রতিটি ধাপে নাইট্রিক অক্সাইড এর ভূমিকা আছে। তাই polycystic ovarian syndrome এ hormonal imbalance টা ঠিক হলে আমরা ধারনা করতে পারছি যে, হিজামা feedback loop এ একটা major impact রাখছে।

আমাদের Gut function (অন্ত্র এবং হজম সংক্রান্ত যেকোন কাজে) এর রেগুলেশন এ নাইট্রিক অক্সাইড এর ভূমিকা আছে। অন্ত্রের nerve plexus গুলোর উপর নাইট্রিক অক্সাইড কাজ করে! আমরা অনেকেই জানি, রাসূল সা: খালি পেটে হিজামা করতে বলেছেন! ব্যাপারটি কিন্তু একেবারে কাকতালীয় নয়!

এথলেটসদের স্ট্যামিনার উপরে নাইট্রিক অক্সাইড এর ভূমিকা নিয়ে তো রিসার্চ এর শেষ নেই! তাই যারা দূর্বলতার কারনে হিজামা করিয়ে বলেন ঝরঝরে লাগছে - সেটা কেন হয় তা সহজেই অনুমেয়!

ডায়েবাটিক, স্ট্রোক এবং হাইপারটেনশেন সহ নানা রোগের দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন কমাতে নাইট্রিক অক্সাইড অনবদ্য।

শুধু তাই নয়!ডায়েবেটিস এর রোগীর ও হিজামা করানো যায় কোন ইনফেকশন এর ঝু্ঁকি ছাড়া - এ কথা শুনলে অনেকেরই চোখ কপালে ওঠে! এর পেছনেও আছে নাইট্রিক অক্সাইড! যার কীনা antibiotic property ও আছে!
হিজামাতে কোন Deep cut হয়না। Superficial Cut এর ক্ষেত্রে এসব cut margin এ যে পরিমাণ নাইট্রিক অক্সাইড জমা হয় তা bacterial colonization কে বাঁধা দিতে সক্ষম!

উদাহরণ দিয়ে আসলে শেষ করা সম্ভব না!!!গুগল/ইউটিউবে Nitric Oxide therapy লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বিস্তারিত তথ্য!!

এখন মূল প্রব্লেমটা কোথায় বলি।
হিজামা করালে ক্লিনিক্যাল এফেক্ট কি হবে সেটা কিন্তু অনুমান করা মুশকিল! কেন? কারন Wound Healing & repair এর সময় এক্সাক্ট ঠিক কি পরিমান নাইট্রিক অক্সাইড সার্কুলেশন এ যাবে সেটা মাপার সুযোগ এদেশে নেই। অনেক ক্ষেত্রে এমন ও হয় Wound Margin এর নাইট্রিক অক্সাইডের concentration বেশি প্লাজমাতে অত নয়!

তাই হিজামার নির্ভরযোগ্য রিসার্চগুলোর রিকমেন্ডেশন হল কাপ সংখ্যা যতটা সম্ভব ম্যাক্সিমাইজ করা। 'যতটা সম্ভব' মানে রোগীকে discomfort এ না ফেলে। তাতে বুস্ট টা হবার চান্স বাড়ে!

২/৩/৫ টা পয়েন্টে হিজামা করালে আপনি হিজামার Excretory benefits, Analgesic benefit এগুলো হয়তো পাবেন কিন্তু নাইট্রিক অক্সাইডের tremendous health benefits কতটা পাবেন সে ব্যাপারে নিশ্চিত বলা মুশকিল।

তাই আমাদের লক্ষ্য থাকে রোগীর জন্যে সহনীয় হয় এমনভাবে কাপ সংখ্যা ম্যাক্সিমাইজ করে নাইট্রিক অক্সাইড বুস্ট করা

হিজামার ব্যাপারে বর্ণিত কতিপয় হাদীসঃ-
---------------------------------------------------------

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

মহানবী (সা.) বলেছেন, ‘হিজামা গ্রহণকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

প্রাকৃতিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো—শিঙ্গা লাগানো, মধু পান করা ও আগুন দিয়ে গরম সেঁক দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’
(সহিহ বুখারি, হাদিস : ৫৬৮১)
----------------------------------------------------------------------

হিজামা (Cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। পিঠের ব্যাথা
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain), মাসল পুল
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনুসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রংকাইটিস
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, এসিডিটি, esophageal varices
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseases)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ,
২৮। ডায়াবেটিস (Diabetes) ও ডায়াবেটিক ফুট,
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,
৩০। চুল পড়া (Hair fall),
৩১। মানসিক সমস্যা (Psychological disorder),
৩২। পারকিনসন্স ডিজিজ
৩৩। কিডনির সমস্যা
৩৪। স্পোর্টস ইঞ্জুরি (খেলোয়াড়, আর্মি, কনট্যাক্ট স্পোর্টস)
৩৫। কানের সমস্যা
৩৬। ক্যান্সারের ব্যাথা নিয়ন্ত্রন,
৩৭। লিভার ডিজিজ, পোর্টাল হাইপারটেনশান,
৩৮। হরমোনাল সমস্যা,
৩৯। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
৪০। ক্রনিক কফ
৪১। Erectile Dysfunction (ED)
৪২। ব্রন,
৪৩। সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস (SLE),
৪৪। অনিয়মিত মাসিক, মেয়েদের অন্যান্য সমস্যা,
৪৫। এডিকশান/ ডিপেন্ডেন্সি (স্লিপিং পিল, ড্রাগস, কফ সিরাপ, জর্দা, সিগারেট, এলকোহল ও অন্যান্য নেশাদ্রব্য)
৪৬। TMJ Dysfunction Syndrome
৪৭। প্যারালাইসিস (স্ট্রোক, মেরুদন্ডে আঘাত, গিয়েন বারে সিন্ড্রোম, ফেসিয়াল প্যারালাইসিস বা বেল'স পলসি প্রভৃতি)
৪৮। অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়)
৪৯। Post menopsusal hot flush
৫০। Vaginismus
৫১। vertigo (মাথা ঘোরা) ইত্যাদি  

Whatsapp: +918584888871. 

 www.cuppingtherapykolkata.com

 

0 Reviews:

Post Your Review